fbpx

উত্তর-দ‌ক্ষিণাঞ্চ‌লের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় সাড়ে ১০ ঘণ্টা পর টাঙ্গাইলের কালিহাতীতে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দি‌কে বগিটি রেললাইন থেকে অপসারণ ক‌রা হয়। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চলগামী রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের কালিহাতী উপ‌জেলার রাজাবা‌ড়ি রেল ক্রসিংয়ে মালবা‌হী ট্রেন‌টির ১১ নম্বর ব‌গি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকব‌লিত ট্রেন উদ্ধার না হওয়ায় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে থাকে।

পশ্চিম রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ জানান, উত্তরবঙ্গ থেকে চালবাহী ট্রেন‌টি ঢাকার দি‌কে যাচ্ছিল। এ সময় ট্রেন‌টি কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেল ক্রসিং পার হওয়ার সময় এক‌টি বগি চার‌টি চাকাসহ লাইনচ্যুত হয়। প‌রে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। সকাল সাড়ে ৯টার দি‌কে বগিটি উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply