fbpx

উপনির্বাচন: ঘোষিত সংসদ সদস্য আগা খান, অঘোষিত হাসেম খান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা-১৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবার আগেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী আগা খান মিন্টু। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করলে আগা খানকে ঢাকা-১৪ আসনে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

শুক্রবার রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আওয়ামী লীগের প্রার্থী আগা খান ছাড়াও উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৮শে জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে।

এদিকে, কুমিল্লা-৫ আসনেও বিনা প্রতিদ্বনদ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম খান। তবে তার বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নির্বাচন।

ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে উপনির্বাচনের আগেই সংসদ সদস্য নির্বাচিত হবার বিষয়টি চূড়ান্ত হলেও সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে যথাসময়ে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির আতিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপি থেকে বহিষ্কৃত নেতা) শফি আহমদ চৌধুরী।

Advertisement
Share.

Leave A Reply