fbpx

একদিনে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্তের হার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৩ জনের। আর এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭৪ জন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে একদিনে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবারের তুলনায় আজ শনিবার এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা দ্বিগুন হয়েছে। তবে শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘন্টায় মৃত ১৩ জনসহ দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে। আর এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন।

একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ২০৬টি ল্যাবে ১২ হাজার ৮শ’ ৭১টি। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ। গত তিন সপ্তাহের বেশি সময় ধরে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply