fbpx

একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুর মধ্যে মারা গেল তিনজন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিয়ের আট বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছিলেন কুড়িগ্রামের আদুরী বেগম। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাসে তিন নবজাতকই মারা গেছে। বেঁচে থাকা এক শিশুকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিকা মজুমদার বলেন, রবিবার সকাল সাড়ে আটটার দিকে এক কন্যা শিশু মারা যায়। এর আগে এক নবজাতক ছেলে ও এক নবজাতক মেয়ের মৃত্যু হয়।

গত ২২ মার্চ মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান ও আদুরী বেগমের কোলজুড়ে জন্ম নেয় চার শিশু। এদের মধ্যে তিনটি মেয়ে ও একটি ছেলে।

কিন্ত জন্মের ১৬ ঘণ্টা পর ছেলে নবজাতকের মৃত্যু হয়। আর গত বৃহস্পতিবার এক মেয়ে এবং আজ  সকালে আরেক কন্যা শিশু মারা যায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ফারহানা ইয়াসমিন বলেন, গর্ভধারণের আট মাসে এই চার নবজাতকের জন্ম হয়। এর মধ্যে ছেলেসহ তিন নবজাতকের ওজন কম ছিল।

Advertisement
Share.

Leave A Reply