fbpx

একুশে বইমেলা বাড়লো আরও দুই দিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনের প্রেক্ষিতে একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে; আগামী বৃহস্পতিবারের বদলে এখন মেলা শেষ হবে শনিবার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার পর মেলার তথ্যকেন্দ্র থেকে মাইকে মেলা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

এ সময় তথ্যকেন্দ্রে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ।‌

ঘোষণায় মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘প্রধানমন্ত্রীর সদয় সম্মতির পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা দুই দিন বর্ধিত করা হলো।’

এর আগে ১৮ ফেব্রুয়ারি একুশে বইমেলার সময় আরো দুই দিন বাড়ানোর জন্য বাংলা একাডেমিকে চিঠি দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি।

চিঠিতে তারা বলে, অমর একুশে বইমেলা শুরু হওয়ার প্রথম তিন দিন মেলা প্রাঙ্গণের প্রস্তুতি ও বৃষ্টিজনিত সমস্যার কারণে মেলায় অংশ নেওয়া প্রকাশকরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। সে কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এখানে ১, ২ মার্চ (শুক্র ও শনিবার) হওয়ায় দুই দিন অমর একুশে বইমেলায় সময় বৃদ্ধির অনুরোধ করছি।

Advertisement
Share.

Leave A Reply