fbpx

এক্সপ্রেসওয়ের ক্রেন পড়লো রেললাইনে উপরে, ৪০ মিনিট বন্ধ ট্রেন চলাচল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারো দুর্ঘটনায় পড়েছে কারওয়ান বাজার ও মগবাজার এলাকার রেললাইনের উপর নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রকল্পের কাজ চলাকালী একটি ক্রেন পড়ে রেললাইনের উপর পড়ে যায়, ফলে ৪০ মিনিট ঢাকার সঙ্গে সারা দেশের রেলপথের যোগাযোগ বন্ধ ছিলো। 

শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ক্রেনটি সরিয়ে নেয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হয়।’

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন ফেরদৌস আহমেদ বিশ্বাস।

এর আগে, গত বছরের ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছিল। ওইসময় ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল।

Advertisement
Share.

Leave A Reply