fbpx

এখন থেকে ত্রিমাত্রিক হচ্ছে বিজিবি, বাড়ছে সক্ষমতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সীমান্ত পাহারায় আরও সক্ষমতা বেড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির)। সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক প্রতিরোধে  কাজ করার সুযোগ রয়েছে বাহিনীটির। আর বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন–২০৪১’ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বিজিবি। এছাড়া আগামী পাঁচ বছরে এই বাহিনীটিতে যুক্ত হতে যাচ্ছে আরও অন্তত ১৫ হাজার সদস্য।

গত ছয় মাসে মৌলিক প্রশিক্ষণ শেষ করেন বিজিবির ৯৬তম নতুন রিক্রুট ব্যাচের ১২৮ জন নারী সৈনিকসহ দুই হাজার ৭৩৬ সদস্য। নতুন এই ব্যাচ থেকেই প্রথমবারের মতো বিজিবি এয়ার উইংয়ের মাধ্যমে ‘রেপেলিং অ্যান্ড ফাস্ট রোপিং’ প্রশিক্ষণ ও ‘অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড উয়েপন’ সহ অত্যাধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়। শত্রুর ট্যাংক ধ্বংস করার অস্ত্রও পেয়েছে বিজিবি।

এছাড়া বিজিবি সদস্যদের স্থল, নৌ ও আকাশে সমান দক্ষতা (ত্রিমাত্রিক) অর্জনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কমান্ড স্তর বিকেন্দ্রীকরণের পাশাপাশি বিজিবির কলেবর বৃদ্ধি, সীমান্তে পাকা রাস্তা তৈরি, নারী সৈনিক নিয়োগ, স্মার্ট ডিজিটাল বর্ডার গার্ড সার্ভেইল্যান্স অ্যান্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেমের সাহায্যে আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি ভূমিকা রাখছে বলে জানান (বিজিটিসি অ্যান্ড সি) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ জামান

এ ছাড়াও বিজিবিতে অল টেরেইন ভেহিকল (এটিভি) ‘আর্মার্ড পারসোন্যাল ক্যারিয়ার (এপিসি)’ রায়ট কন্ট্রোল ভেহিক্যাল (আরভি) হাইস্পিড বোট তথা দ্রুতগতির নৌযান ও অত্যাধুনিক ‘অ্যান্টি ট্যাংক গাইডেড উয়েপন’ সংযুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

সীমান্তে নানা ধরনের অপরাধ ঠেকাতে, সীমান্ত এলাকায় সুউচ্চ টাওয়ার বসিয়ে ক্যামেরা স্থাপন করে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা করেছে বিজিবি। এতে করে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে কেউ ঘোরাফেরা ক্যামেরায় ধরা পড়বে। এছাড়াও বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ও সীমান্তে রাস্তা তৈরি করে সুরক্ষা আরও দৃঢ় করার কাজ এগিয়ে চলছে।

অন্যান্য বাহিনীর মতো বিজিবিও দেশের সীমান্ত এলাকা থেকে মাদক জব্দ করে আসছে। ২০১৯ সালে যে পরিমাণ চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছিল বিজিবি তার বাজারমূল্য প্রায় ৮০৩ কোটি টাকা। আটককৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ৯২ লাখ ইয়াবা ট্যাবলেট এবং ৪ লাখ ১৮ হাজার ৩৬৮ বোতল ফেনসিডিল।

২০২০ সালে সর্বমোট প্রায় ৭৩৮ কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদক জব্দ করে বিজিবি জব্দকৃত মাদকের মধ্যে ছিল প্রায় এক কোটি আট লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং পাঁচ লাখ ৩৫ হাজার ৮৬৯ বোতল ফেনসিডিল।

Advertisement
Share.

Leave A Reply