fbpx

এপ্রিলের পর প্রথম দৈনিক শনাক্তের হার ৩ এর নিচে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ১৩ জনের। আর এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৭৮ জন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। তবে, এপ্রিলের পর প্রথমবারের মতো দৈনিক শনাক্তের হার ৩ শতাংশের নিচে নেমে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে একদিনে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে মৃত ১৩ জনসহ দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ১৬২ জনে দাঁড়িয়েছে। আর এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন।

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার কমে আজ দুই দশমিক ৮২ শতাংশ। আর একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ২০৬টি ল্যাবে ১৪ হাজার ৯৮৫টি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২ দশমিক ৯২ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply