fbpx

এবারের সান্তা অন্য সাজে!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বেজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।করোনাভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে সারাবিশ্বে এবার খুব ঘটা করে বড়দিন পালন না হলেও সীমিত আকারে পালিত হচ্ছে বিভিন্ন দেশে। এবারের করোনা মহামারীতে সান্তাক্লজকেও দেখা গেছে ভিন্ন সাজে। মাস্ক পরে তিনি এসেছিলেন শিশুদের জন্য চকোলেটের নিয়ে। আবার চকোলেটের পাশাপাশি শিশুদের মাস্কও উপহার দিয়েছেন সান্তাক্লজ।

এবারের সান্তা অন্য সাজে!

মাস্ক পরে সান্তা ক্লজ ছবিঃসংগৃহীত

দেখা গেছে, অন্য দেশের মতোই ঢাকায়ও বড় দিনের সমার্থক চরিত্র সান্তাক্লজকে। ২৫ ডিসেম্বর সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর সোনারগাঁও হোটেলে শিশুদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন সান্তা। এ সময় শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি তাদেরকে মাস্কও পরিয়ে দেন তিনি। সান্তাক্লজ প্রার্থনা করেন, ঈশ্বরের কৃপায় করোনা একদিন দূর হয়ে যাবে।

এবারও বড়দিন উদযাপনে প্রতি বছরের মতো পরিবার নিয়ে সোনারগাঁও হোটেলে আসেন অভিজাত শ্রেণির খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার অভিজাত হোটেলটিতে মানুষের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। স্বাভাবিকভাবে শিশুদের উপস্থিতিও কম ছিলো।

 

Advertisement
Share.

Leave A Reply