fbpx

এবার সাফারি পার্কে আফ্রিকান লেমুরের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আড়াই বছর বয়সী লেমুর মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেমুরটি হৃদরোগে আক্রান্ত মারা গেছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে লেমুরটিকে মৃত অবস্থায় বেষ্টনীতে পাওয়া যায় বলে রবিবার সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্কে মোট চারটি লেমুর ছিল। একটি মাদী লেমুর মারা যাওয়ায় বর্তমানে পার্কে তিনটি লেমুর রয়েছে। বাকি তিনটি লেমুর সুস্থ আছে বলে জানিয়েছেন তিনি। মৃত লেমুরটির ময়নাতদন্ত শুক্রবার বিকেলে শেষ করে মাটিচাপা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ আগস্ট পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ূর, লেমুরসহ ২০২ জোড়া বিপন্ন পাখি ও বন্য প্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। এগুলো বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে এগুলো হস্তান্তর করে। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট উদ্ধার হওয়া পাখি ও প্রাণীগুলোকে ওই বছরের ৭ আগস্ট সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। একই বছর উদ্ধার হওয়া লেমুর দেশে প্রথমবারের মতো বাচ্চা জন্ম দিয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply