fbpx

এবার ৫০ কোটি লিংকডইন ব্যবহারকারীর তথ্য ফাঁস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফেসবুকের পর এবার মাইক্রোসফটের মালিকানাধীন পেশাদারদের সোশ্যাল নেটওয়ার্ক সাইট লিংকডইনে প্রায় ৫০ কোটি ব্যবহারকারীর ডাটা ফাঁস হয়েছে। শুধু তাই নয়, এরই মাঝে সেগুলো বিক্রির জন্য পোস্টও দেওয়া হয়েছে। যেখানে নমুনা হিসেবে ২০ লাখ ব্যবহারকারীর তথ্য প্রকাশ করাও হয়েছে। বৃহস্পতিবার  খবরটি নিশ্চিত করেছে লিংকডইন।

তবে তদন্তের পর প্রতিষ্ঠানটি দাবি করছে, অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে এক ব্লগ পোস্টে লিংকডইন উল্লেখ করেছে, যে তথ্য বিক্রির জন্য পোস্ট দেওয়া হয়েছে, সেগুলো বেশ কয়েকটি ওয়েবসাইট ও প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছে।

তারা আরও বলছে, লিংকডইনের তথ্যগুলো ব্যবহারকারীদের ‘পাবলিক’ প্রোফাইল থেকে নেওয়া। এরই মধ্যে ইতালিভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা লিংকডইনের তথ্য ফাঁসের তদন্ত শুরু করেছে।

সাইবার সিকিউরিটি নিউজ ও গবেষণা সাইট সাইবার নিউজ মঙ্গলবার তথ্য বিক্রির চেষ্টার খবর দেয়। সেখানে তাঁরা বলছে, হ্যাকারদের হাতে ব্যবহারকারীদের আইডি, নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার, লিঙ্গ, পেশাগত ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার তথ্য রয়েছে। একটি ফোরামের এই সব তথ্যের জন্য তারা চার অঙ্কের নিলাম ডাকে।

Advertisement
Share.

Leave A Reply