fbpx

‘এমন মন্তব্যের জন্য আমি তাকে ব্লেইম দিবো না’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শোয়েব আখতার বল করতেন অবৈধ অ্যাকশনে। এমন অভিযোগ তুলেছিলেন ভারতের সাবেক ওপেনার ভীরেন্দ্র শেহওয়াগ। তার অভিযোগ ছিলো, ‘‘শোয়েব জানতো ওর কনুই ভাঙতো। ও নিজেও জানত যে অবৈধভাবে বল ছুড়ছে। ব্রেট লি-র হাত সোজা নেমে আসতো তবে ভাঙতো না। সেই কারণে ব্রেট লি-র বল ধরা যেত। কিন্তু শোয়েবের ক্ষেত্রে বোঝাই যেত না কোথা থেকে হাত আসছে আর কিভাবে হাত থেকে বল বেরিয়ে আসছে!’

‘এমন মন্তব্যের জন্য আমি তাকে ব্লেইম দিবো না’

চলছে কথার লড়াই…

এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। কিন্তু প্রশংসায় ভাসিয়েছেন শেহওয়াগকে।

“আমার ব্যাপারে তার যে মতামত, তার ব্যাপারে আমার মতামত কিছুটা ভিন্ন। আমার মতে সে বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান ছিলো। আমি সব সময় মনে করি সে একজন ম্যাচ উইনার। ভারতের হয়ে সে যেখানেই খেলেছে সেখানেই অসাধারণ পারফর্ম করেছে। সে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার।’’

তবে তিনি মনে করেন সাবেক এই ওপেনার মজার ছলে এমনটা বলেছেন। “আমি ইন্টারভিউটা দেখেনি। আমি শিওর না সে সিরিয়াস ছিলো নাকি মজা করে বলেছে। সে আমার খুব কাছের বন্ধু। এমন মন্তব্যের জন্য আমি তাকে ব্লেইম দিবো না। আমি তার মঙ্গল কামনা করছি’’

Advertisement
Share.

Leave A Reply