fbpx

এলো বেলাল খানের নতুন গান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদের রেশ কাটতে না কাটতে ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান।

মেহেদী হাসান লিমনের কথায় ‘ভালোবাসি তোমায় যত’ গানটির সুর-সংগীত করেছেন ইয়াসিন হোসেন নিরু। আর ভিডিওচিত্র নির্মাণ করেছেন রেজা মাহমুদ। সিলেটের বিভিন্ন লোকেশনে নির্মিত এ গানের ভিডিওতে মডেল হয়েছেন দিপু আহমেদ ও স্নিগ্ধা।

নতুন গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ঈদে শ্রোতাদের আনন্দ আরও বাড়িয়ে দিবে গানটি। রোমান্টিক মেলোডি গান এটা। দর্শকের ভালো লাগবে। গানের কথাগুলো চমৎকার।

গানটির ভিডিও শিগগিরই ‘এল এইচ মিউজিক’ এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

Advertisement
Share.

Leave A Reply