fbpx

এশিয়া কাপে ৬ষ্ঠ শিরোপা ঘরে তুললো শ্রীলঙ্কা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপে ৬ষ্ঠ শিরোপা ঘরে তুললো শ্রীলঙ্কা। টুর্নামেন্টের শুরুতে আন্ডারডগ ভাবা হয়েছিলো তারাই হাসলো শেষ হাসি। রবিবার দুবাইতে এবারের আসরের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

প্রথম ১০ ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ৬৭/৫ রান তুলেছিলো দাসুন শানাকার দল। কিন্তু ইনিংসের দ্বিতীয় ভাগে ছিলো রাজাপাকসে-হাসারাঙ্গাদের। ভানুকা রাজাপাকসের অর্ধশতকে বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। রাজাপাকসে করেছেন ৭১*(৪৫)। হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ৩৬(২১)। ২০ ওভারে শ্রীলঙ্কা তোলে রান ১৭০/৬। পাকিস্তানের হয়ে তিন উইকেট শিকার করেন হারিস রউফ।

জবাবে শুরু থেকেই পাকিস্তানকে চাপে রাখে শ্রীলঙ্কা। কোন বৈধ বল হওয়ার আগেই নয় রান আসলেও শ্রীলঙ্কার বোলাররা ছিলেন যথেষ্ট মিতব্যয়ী। উইকেট থাকলেও সেভাবে রান তুলতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। ৯৩ রানে ৩য় উইকেট হারানো পাকিস্তান ১২৫ রানে হারায় ৯ম উইকেট।

মোহাম্মদ রিজওয়ানের ৫৫(৪৯) আর ইফতিখারের আহমেদের ৩২(৩১) ব্যতীত কেউই বড় স্কোর করতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে সব উইকেট হারিয়ে পাকিস্তান করে ১৪৭ রান। প্রমোদ মধুসান নেন চার উইকেট আর হাসারাঙ্গা শিকার করেন তিন উইকেট।

Advertisement
Share.

Leave A Reply