fbpx

এসএসসির ফরম পূরণ শুরু, চলবে ২৪ এপ্রিল পর্যন্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে, যা চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। অনলাইনে ২৫ এপ্রিল পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

বুধবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল ১০টা থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হবে, যা চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এ পরীক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৯ মে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে।’

এবছর বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিকে ১ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ১৯ জুন নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

এবছর মাধ্যমিকে ইংরেজি প্রথম পত্রে ৫০ নম্বর, দ্বিতীয় পত্রে ৫০ নম্বর আর ব্যবহারিক আছে, এমন বিষয়ে ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে রচনামূলকে ৩০ নম্বর আর বহুনির্বাচনি বা এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। এছাড়া যেসব বিষয়ে ব্যাবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

Advertisement
Share.

Leave A Reply