fbpx

ওএমএসের ১৪ হাজার কেজি চাল জব্দ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

খুলনায় ওএমএসের ১৪ হাজার কেজি চাল জব্দ ও দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার নগরীর বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ জানান, বড়বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে ওএমএসের ১৪ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। এ সময় আটক হয়েছে গোডাউন মালিক নাদিম আহমেদ ও কর্মচারী রবিউল ইসলাম।

আরো জানান, কিছু ডিলার দরিদ্রদের কাছে ওএমএসের চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি না করে কালোবাজারে বেশি দামে বিক্রি করে দেন। নাদিম আহমেদ সেই চাল কিনে বিভিন্ন বাজার ও দোকানে বিক্রি করতেন।

এ ঘটনায় মামলা দায়ের এবং জড়িত ডিলারদের খুঁজে বের করার চেষ্টা করা হবে বলেও জানান কর্নেল মোসতাক।

আটক নাদিম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি বেশ কিছুদিন ধরে ডিলারদের কাছ থেকে ৪৭ টাকা কেজি দরে চাল কিনেছেন। গোডাউনে বস্তা পরিবর্তনের পর বড়বাজারসহ বিভিন্ন বাজার, খাবারের হোটেল ও দোকানে বিক্রি করতেন।

আরো জানান, খালিশপুর ও দৌলতপুর বাজারের একাধিক ব্যবসায়ী কালোবাজারে ওএমএসের চাল কেনার সঙ্গে জড়িত।

Advertisement
Share.

Leave A Reply