fbpx

ওয়ালটনের নতুন গেইমিং কিবোর্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশেই এখন তৈরি হচ্ছে গেইমিং এর জন্য কিবোর্ড। এর প্রস্তুতকারক বাংলাদেশের গর্বের প্রতিষ্ঠান ওয়ালটন। মেইড ইন বাংলাদেশ খ্যাত ব্র্যান্ডের পণ্যটি ঝলমলে লাইটিং ও নজরকাড়া ডিজাইনের।

এক নজরে

‘ডব্লিউকেজি০০৩ডব্লিউবি’ কিবোর্ড
পূর্ণাঙ্গ কিবোর্ড, ১০৪টি বাটন
উঁচু বাটন, গেইমিং বা টাইপিংয়ে সুবিধার জন্য
বাংলা লে-আউট
ব্রেইডেড ক্যাবল
রঙ্গিন ব্যাকলাইট
অ্যালুমিনিয়াম ফেইস প্লেট
এক নজরে ‘ডব্লিউএমজি০০৩ডব্লিউবি’ মাউস
পরিবর্তনযোগ্য লাইটিং
৬টি বাটন
৮০০ থেকে ২৪০০ পর্যন্ত পরিবর্তনযোগ্য ডিপিআই
সাড়ে চার ফিট ব্রেইডেড ক্যাবল
১৪০ গ্রাম ওজন

রিভিউ

বাজেটের মধ্যে যেটুকু গেইমিং কেন্দ্রিক ডিজাইন করা যায়, ডিভাইসটি তৈরিতে ওয়ালটন সর্বোচ্চ চেষ্টা করেছে। ফলে কিবোর্ডটি সুন্দর দেখতে। এর বাটনগুলো উচু করে বসানো হয়েছে যাতে কি-ট্রাভেল বেশি থাকে। ফলে টাইপ করা বা গেইম খেলা, উভয় ক্ষেত্রেই ভুল চাপ পড়ার আশঙ্কা কম। কিবোর্ডে সাত রঙের ব্যাকলাইট আছে। এটি ঢেউয়ের মতো প্যাটার্নে জ্বলবে। তবে চাইলে ব্যাকলাইট বন্ধ রাখা যাবে।

কিবোর্ডের ফেইসপ্লেট তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। ফলে সময়ের সঙ্গে রঙ অক্ষত থাকবে। এর রেসপন্স অনেক দ্রুত। প্রয়োজনে উইন্ডোজ বাটন বন্ধ করে রাখা যাবে।এছাড়া একসঙ্গে অনেকগুলো বাটন ব্যবহার করার সুবিধা দেয়া হয়েছে। ফলে গেইমিংয়ের সময় কোনো সমস্যা হবে না। দীর্ঘ সময় ব্যবহারেও হাতে চাপ পড়ার সম্ভাবনা কম। প্রতিটি বাটনে আছে বিজয় লে-আউট। এতে বাংলা টাইপিংয়ে সমস্যা হবে না।

দর  কিবোর্ডের দাম ৫০০ থেকে ৫৫০ টাকার মধ্যে।

Advertisement
Share.

Leave A Reply