fbpx

 ওয়েবিল-চেকার বাতিল, স্টপেজ ছাড়া থামবে না বাস   

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে সমন্বয় করা হলেও ওয়েবিলের নামে কিছু বাসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে বাসে ওয়েবিল পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি বলেন, ‘ঢাকা মহানগরী ও এর আশপাশের রুটে চলাচল করা বাসে ওয়েবিল থাকবে না। রাস্তায় চেকার থাকবে না। পারমিট স্টপেজে গাড়ি থামাতে হবে। তবে দুই স্টপেজের মাঝে গাড়ির দরজা বন্ধ রাখা হবে।’

এছাড়া বিআরটিএ’র নতুন চার্ট অনুযায়ী ভাড়া নিতে হবে এবং নতুন ভাড়ার চার্ট প্রতিটি গাড়িতে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে বলেও জানিয়েছে সংগঠনটি।

ওয়েবিল হলো- একটি গাড়ি কোন স্টোপেজ থেকে কখন ছাড়লো, কতজন যাত্রী আছে, হাফ-পাস যাত্রী আছে কিনা, থাকলে কতজন আছেন ইত্যাদি তদারকি করা। মালিকপক্ষের নিয়োগ করা একজন পরিদর্শক এই কাজটি করে থাকেন এবং প্রয়োজনীয় তথ্য ওয়েবিলের নির্দিষ্ট কাগজে লিখে দেন।

এক সময় ফুটপাতে বুথ বসিয়ে টিকেট বিক্রি করতো গণপরিবহনগুলো। ফলে কোন স্টপেজ থেকে কতজন যাত্রী উঠলো, সেটি বোঝা যেতো। কিন্ত এখন সেটি ভিন্ন রূপ নিয়ে একধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply