fbpx

কঠিন হচ্ছে ডেনমার্কের নাগরিকত্ব আইন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউরোপে নাগরিকত্ব পেতে সবচেয়ে বেশি কঠিন যেসব দেশ তাদের মধ্যে ডেনমার্ক অন্যতম। এবার সেই নিয়মকানুনকে আরও কঠিন করার দিকে যাচ্ছে দেশটি। এর মধ্যেই যারা নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন, তাদের অর্ধেকের আবেদন বাতিল করা হয়েছে।

সম্প্রতি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্যানিশ নাগরিকত্বের জন্য আবেদন করার পর তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদরকারীকে ডেনমার্কে থাকতে হবে। এই সময়কাল দুই বছরও হতে পারে। খবর ইনফোমাইগ্রেন্টসের দেশটির অভিবাসন ও একীভূতকরণ বিষয়ক মন্ত্রী কার ডিবভাড বেক বলেন, ‘সবাই ড্যানিশ নাগরিকত্ব পাবেন বা সবার নাগরিকত্ব থাকতে হবে বিষয়টি এমন নয়। নাগরিকত্ব অর্জন করা একটি বড় বিষয়। যখন এটি কেউ অর্জন করে, তার মানে তিনি ডেনমার্কে থাকতে চান।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আপনি নাগরিক হিসেবে আয়োজিত অনুষ্ঠানে হাত না মেলাচ্ছেন, ততক্ষণ আপনাকে অবশ্যই ডেনমার্কে থাকতে হবে।’

আবেদন প্রক্রিয়াকরণের পুরো সময়জুড়ে ডেনমার্কে অবস্থান করার বিষয়টিকে ‘কমন সেন্স’ বা ‘কাণ্ডজ্ঞান’ হিসেবেও দেখছেন মন্ত্রী।

অভিবাসীদের প্রতি বৈরী আচরণ এবং অভিবাসন ও আশ্রয় ইস্যুতে রক্ষণশীল নীতির কারণে সমালোচিত হয়ে আসছে ডেনমার্ক। অভিবাসীদের ফেরত পাঠাতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ‘নিরাপদ’ ঘোষণা করেও অধিকার গোষ্ঠীর নিন্দার মুখে পড়েছে দেশটির সরকার।

হিউম্যান রাইটস ওয়াচের গবেষক নাডিয়া হার্ডম্যান গত মার্চে বলেন, ‘ওই বক্তব্যটি ছিল শরণার্থীদের প্রতি ডেনমার্কের দায়িত্ব তলানিতে নেমে যাওয়ার আরেকটি উদাহরণ।’

Advertisement
Share.

Leave A Reply