fbpx

কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস ডাল কাটতে গিয়ে পড়ে আহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস মাদারীপুরে নিজের গ্রামের বাড়ির দোতলায় গাছের ডাল কাটতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত হয়েছেন। আহত অবস্থায় তাঁকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কলাগাছিয়া এলাকায় নকুল কুমার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ও স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান ইত্যাদিখ্যাত এই কণ্ঠশিল্পী।

নকুল কুমার জানিয়েছেন, ‘১৫ থেকে ১৬ ফুট উঁচু ছাদের রেলিংয়ের ওপর থেকে মাটিতে পড়ে যাই। তখন শব্দ শুনে সবাই দৌড়ে আসেন। আমার গ্রামের বাড়ির শিমুলগাছের ডাল দোতলা ভবনের চারপাশে ছেয়ে গেছে। এতে প্রায়ই সাপ ঘরে ঢোকে। এই ডাল কাটতে গিয়েই মূলত আমি দুর্ঘটনার শিকার হয়েছি। এখন অন্যের সাহায্য ছাড়া চলাচল করতে পারছি না।’
নকুল কুমার বিশ্বাসের ঘনিষ্ঠ বন্ধু আসাদুজ্জামান বলেন, তাঁর বন্ধুর পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবু সফর হাওলাদার বলেন, ‘কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস আহত অবস্থায় প্রথমে এখানে চিকিৎসা নেন। তাঁর ডান হাতে কিছুটা ফ্র্যাকচার হয়েছে। মাথায় কিছুটা ইনজুরি আছে। এ ছাড়া বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন।’

Advertisement
Share.

Leave A Reply