fbpx

কবি নজরুলের পুত্রবধূর মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ ভারতের বিশিষ্ট নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী।

কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী শুক্রবার (১২ মে) সকালে কলকাতায় নিজ বাড়িতে ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ তিনি। অরিন্দম ও অনিন্দিতা নামে দুই সন্তান রয়েছে তার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ মে) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিখ্যাত এ নজরুলগীতি শিল্পীর মৃত্যুতে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।’ প্রধানমন্ত্রী তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা গেছে, বিদ্রোহী কবির ছোট পুত্রবধূ দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যা, ব্লাড ক্যানসারসহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। দেশপ্রিয় পার্কের এক নার্সিংহোমে তার চিকিৎসা চলছিল। পরে তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই আজ মারা গেলেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply