fbpx

করোনায় বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত একদিনে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এ ভাইরাস দেশের আরও ২৬১ জনের প্রাণ নিয়েছে। যা গতদিনের চেয়ে বেশি। গতকাল এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল ২৪৮। এখন পর্যন্ত এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৪১১ জনে।

আজ শনিবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভাগ অনুযায়ী, গত একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১০১ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৬২,  খুলনা বিভাগে ৪৫ ও ময়মনসিংহ বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭১৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৬ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৫.৬৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন।

এছাড়া, করোনায় একদিনে দেশে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। করোনায় এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮.৪৯ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply