fbpx

করোনা থেকে বাঁচতে সবাইকে লকডাউন মেনে চলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার আগের চেয়ে ১০ থেকে ১২ গুণ বেড়েছে। তাই এই সংক্রমণ থেকে বাঁচতে সরকার ঘোষিত লকডাউন সবাইকে মেনে চলার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি এক হাজার শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতাল’ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের হার যেভাবে বাড়ছে, এভাবে চলতে থাকলে পুরো ঢাকা শহরকে হাসপাতাল বানানো হলেও মানুষের চিকিৎসা ব্যবস্থা করা সম্ভব হবে না।’

যারা করোনা টিকা নিয়েছেন, তাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানেননি। এখন তারা নিজের পরিবারের সদস্যদের সংক্রমিত করছেন। সর্বোপরি সমাজকে করোনা সংক্রমিত করেছেন বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘এই স্থাপনাটিতে করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল স্থাপন করা হবে। এখানে ২০০টির বেশি আইসিইউ শয্যা স্থাপন করা হচ্ছে। একসঙ্গে এক হাজার ২০০’র বেশি মানুষ এখানে করোনা চিকিৎসা নিতে পারবেন।’

Advertisement
Share.

Leave A Reply