fbpx

ভারতে কুম্ভ মেলায় স্বাস্থ্যবিধির দফারফা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই উত্তরাখণ্ডের কুম্ভ মেলায় জড় হয়েছেন লাখো পূণ্যার্থী। গঙ্গায় পূণ্য স্থানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্ক পরা তো দূরের কথা, একে অন্যের গা ঘেঁষে শাহি স্নানে মেতেছেন ভক্তরা। স্থানীয় গণমাধ্যম এই তথ্য দিয়েছে।

কুম্ভমেলার এই জমায়েত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের দাবি, এতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তবে পূণ্যার্থীদের অনেকে বলছেন, করোনা নিয়ে তারা উদ্বিগ্ন নন। কারণ উত্তরাখণ্ডে ঢোকার আগে তাদের করোনা পরীক্ষা করেই ঢুকতে হয়েছে। যারা করোনা নেগেটিভ তাদেরই কেবল ঢুকতে দিয়েছে রাজ্য সরকার।

প্রতি ১২ বছর অন্তর কুম্ভমেলা হয়। লাখো পূণ্যার্থী শাহি স্নানের জন্য ছুটে আসেন হরিদ্বারে। তবে এবার করোনা মহামারির জন্য স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না।

Advertisement
Share.

Leave A Reply