fbpx

করোনা ভ্যাকসিনের মেধাস্বত্ব প্রাত্যাহারে সমর্থন যুক্তরাষ্ট্রের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বজুড়ে করোনাভাইরাস দ্রুত মোকাবিলায় ভ্যাকসিনের মেধাস্বত্ব প্রত্যাহারের দাবিতে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে জো বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তে বিরোধিতা করছে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

গেল বছর বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার সময়  নানা প্রান্তের বিজ্ঞানীরা দিন রাত এক করে গবেষণা চালান ভ্যাকসিনের জন্য। খুব অল্প সময়ের মধ্যেই বেশ কয়েকটি কোম্পানি ভ্যাকসিন আবিষ্কারও করে ফেলে। তবে এর অনুমোদন, উৎপাদন, রফতানি, সত্ত্ব নিয়ে জটিলতার মতো নানা চ্যালেঞ্জের কারণে এখনও পর্যন্ত যথেষ্ট সংখ্যক মানুষ করোনা টিকা পায়নি।

ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বেশির ভাগই এগিয়ে আছে ধনী দেশগুলো। তবে দ্রুত সব দেশে ভ্যাকসিন না পৌঁছলে ভাইরাসটি আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

এ অবস্থায় ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ শতাধিক দেশ করোনা টিকার পেটেন্ট বা মেধাস্বত্ব সাময়িক প্রত্যাহারের দাবি জানিয়েছে। সেই দাবিকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রও।

Advertisement
Share.

Leave A Reply