fbpx

কানাডায় তীব্র তাপদাহে প্রায় পাঁচশ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কানাডায় তীব্র তাপদাহে প্রায় পাঁচশ জন মারা গেছেন। দেশটির পশ্চিমঞ্চলের ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে গত পাঁচ দিন ধরে রেকর্ড তাপদাহ পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রচণ্ড গরমের কারণেই এতজন মানুষ মারা গেছে। মৃতদের মধ্যে বয়স্ক ও দীর্ঘ দিন ধরে নানা রকম রোগে ভুগছিলেন এমন মানুষই বেশি।

ব্রিটিশ কলম্বিয়ার প্রদেশের প্রধান কর্মকর্তা লিসা লাপেয়েন্তে জানান, স্থানীয় সময় গত শুক্রবার থেকে বুধবার বিকেল পর্যন্ত ৪৮৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে দোকানে এয়ার কন্ডিশন ও ফ্যানও মিলছে না। খোলা জায়গায় করোনা ভ্যাকসিন প্রয়োগের কর্মসুচি বন্ধ করে দেয়া হয়েছে। এ অসস্থায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।

ব্রিটিশ কলম্বিয়াসহ, আলবার্তা, সাসকাচোয়ান, নর্থয়েস্ট টেরিটরি ও ইউকনের একটি অংশে সতর্কতা জারি করেছে কানাডার আকহাওয়া দপ্তর।

Advertisement
Share.

Leave A Reply