fbpx

কারিগরি ত্রুটিতে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি এফএসআরইউ-এর কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং দেশের অন্যান্য এলাকায় শীতের কারণে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অতি দ্রুত মেরামতের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।
সঙ্গে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট কোম্পানিগুলো সার্বক্ষণিক পরিস্থিতি তদারকি করছে।

‘দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে’ উল্লেখ করে বলা হয়, ‘সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখিত।’

Advertisement
Share.

Leave A Reply