fbpx

কাল থেকে জাবিতে ভর্তি পরীক্ষা শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা। ৯ এবং ১০ নভেম্বর জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৭ এবং ৮ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সারাদেশে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘটের কারণে এই পরীক্ষা পেছানো হয়। এই পরীক্ষা ২০ এবং ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বাকি অনুষদ্গুলোর মধ্যে- ১১ নভেম্বর আইআইটিভুক্ত ‘এইচ’ ইউনিট এবং আইবিএ জে ইউ-ভুক্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৪ নভেম্বর সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি   পরীক্ষা, ১৫ নভেম্বর আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিট এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া, ১৬ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং কলা ও মানবিক অনুষদভুক্ত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৮ নভেম্বর কলা ও মানবিক (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল নয়টা থেকে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৪০ মিনিট। সকল ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত ৬০ নম্বরকে ৮০ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রকাশ করা হবে।

Advertisement
Share.

Leave A Reply