fbpx

কুমিল্লা সিটিতে নির্বাচন ১৫ জুন 

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কুমিল্লা সিটিতে আগামী ১৫ জুন ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

হুমায়ুন কবীর জানান, একই দিনে দেশের আরও ১৩৫ ইউনিয়ন, ৬ পৌরসভা ও এক উপজেলায় ভোট হবে। সবগুলো জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।

তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে। বাছাই ১৯ মে, আপিল ২০, ২১, ২২ মে। আপিল নিষ্পত্তি ২৩ থেকে ২৫ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। ভোটের তারিখ ১৫ জুন।

কুমিল্লা সিটির রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক শাহেদুন্নবীকে। এছাড়া কুমিল্লার উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে সোমবার সকাল সোয়া ১১টার দিকে ইসির সম্মেলন কক্ষে দ্বিতীয় কমিশন বৈঠকে বসে। বৈঠকে বাকি চার কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেন।
এর আগে সীমানা জটিলতা এবং সময় স্বল্পতার কারণে কুমিল্লা সিটির ভোটের আয়োজন করতে ব্যর্থ হয় ইসি।

কর্মকর্তারা জানান, কুমিল্লা সিটিতে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে।

Advertisement
Share.

Leave A Reply