fbpx

কুয়াশায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এতে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

ভোর থেকেই প্রচুর কুয়াশার কারণে রাস্তাঘাটে একেবারে কিছুই দেখা যাচ্ছে না। এ কারণে মহাসড়কের একপাশে ট্রাক রেখে বসে আছেন ট্রাক চালকরা।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে আমরা ফেরি চলাচল ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রেখেছিলাম।

পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে।

Advertisement
Share.

Leave A Reply