fbpx

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) সকালে শহরের জুগিয়া পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুষ্টিয়ার মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের সাদেক বাচ্চু (৪০) ও একই এলাকার মানিক (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নির্মাণ শ্রমিক সাদেক বাচ্চু একটি সেপটিক ট্যাংক তৈরি করেন। শুক্রবার ভোরে কাজ করতে গিয়ে প্রথমে ট্যাংকের ভেতরে নামেন নির্মাণ শ্রমিক মানিক। কিছুক্ষণ পর  তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় সাদেক বাচ্চুও ভেতরে নামেন। পরে সাদেকের কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেন বাড়ির মালিক আমিরুল ইসলাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, দীর্ঘ সময় সেপটিক ট্যাংক বন্ধ থাকায় সেখানে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে।

Advertisement
Share.

Leave A Reply