fbpx

খালেদা জিয়ার বিদেশ যাত্রা: আইনমন্ত্রীর না

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের আবেদনের নথি আইনমন্ত্রী আনিসুল হকের মতামতসহ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ‘আইন অনুযায়ী বেগম জিয়ার বিদেশ যাওয়ার আবেদন মঞ্জুর করতে পারছি না’ জানিয়ে অভিমত জানিয়েছেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী জানান, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা ও দণ্ডাদেশ স্থগিত করা হয়েছিল। দুটি নির্দিষ্ট শর্তে তাকে সাময়িক মুক্ত দেওয়া হয়েছিল। সাজাপ্রাপ্ত কারও বিদেশে চিকিৎসার সুযোগ নেই।‘

নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার সার সংক্ষেপ যাবে প্রধানমন্ত্রীর কাছে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অনুযায়ী আদেশ জারি করবে।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দুজনেই খালেদা জিয়ার পরিবারের আবেদন সরকার ‘ইতিবাচক দৃষ্টিতেই’ বিবেচনা করছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন।

Advertisement
Share.

Leave A Reply