fbpx

খুলে দেওয়া হলো নাটোরের উত্তরা গণভবন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় পাঁচ মাস পরে দর্শনার্থীদের জন্যে পুনরায় উন্মুক্ত করে দেয়া হয়েছে নাটোরের উত্তরা গণভবন। সকাল দশটায় জেলা প্রশাসক ও গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম আহমেদ দু’জন দর্শনার্থীর হাতে গণভবনে প্রবেশ টিকেট তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করে আজ থেকে উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত করে দেয়া হলো। স্বাস্থ্যবিধি অনুসরণ করে দর্শনার্থীরা গণভবনে অবস্থান করবেন। প্রবেশ দ্বারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে।
রানীভবানী রাজবাড়িসহ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রও একই সাথে দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত করে দেয়া হয়েছে।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ারসহ জেলা ও নাটোর সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Advertisement
Share.

Leave A Reply