fbpx

গণপরিবহন সংকট মোকাবেলায় রাস্তায় নামছে বিআরটিসির ৬০টি দ্বিতল বাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী আসন ফাঁকা রেখে গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা হচ্ছে। এতে করে গণপরিবহন সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। এমন পরিস্থিতিতে ৬০টি দ্বিতল বাস নামানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, রাজধানীর বিভিন্ন রুটের  তাদের ছয় শতাধিক  বাস চলাচল করে। অন্যান্য গণপরিবহনের মত বিআরটিসিও  অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। নির্ধারিত সময়ে  গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তাই এ উদ্যোগ নেয়া হয়েছে।

১ এপ্রিল  বিআরটিসির ৩৬টি দ্বিতল বাস নামানো হয়েছে এবং আগামী রোববার আরও ২৪টি বাস সড়কে যাত্রী পরিবহন শুরু করবে । এই বাসগুলো বিআরটিসির নির্দিষ্ট ডিপোতে মেরামত করে রাখা হয়েছিল, বলে জানায় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম।

 

Advertisement
Share.

Leave A Reply