fbpx

গণমাধ্যম কর্মীদের আইনি সুরক্ষা দিতে আইন করা হচ্ছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এর আগে গত ২৭ জানুয়ারি শেষ হয় ১৬তম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৯ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।

আজকের অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন প্রণয়নে বিলটি তোলা হবে।

গণমাধ্যম মালিক ও গণমাধ্যম কর্মীদের সম্পর্ক ও তাদের মধ্যকার বিরোধ উপস্থাপন ও নিষ্পত্তি, ন্যূনতম বেতন হার নির্ধারণ, গণমাধ্যম কর্মীদের কল্যাণ ও চাকরির শর্ত ও কর্মপরিবেশসহ গণমাধ্যম কর্মীদের আইনি সুরক্ষা দিতে আনা চাকরির শর্তাবলীর আইনি কাঠামো দিতে এ আইন করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, সংসদে পেশের জন্য এখন পর্যন্ত সংসদ সচিবালয়ের আইন শাখায় ১৫টি বিল জমা পড়েছে। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে পরীক্ষাধীন, ছয়টি পাশের অপেক্ষায় এবং চারটি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।

 

Advertisement
Share.

Leave A Reply