fbpx

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় ৪ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রবিবার বিকেলে গাইবান্ধার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় তিন নারীসহ মারা গেছেন চারজন। একইসঙ্গে বেশ কয়েকটি উপজেলার কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়া গ্রামের জাহানারা বেগম (৫০) বাড়ির উঠানে কাজ করছিলেন। ঝড়ের সময় উঠানের একটি গাছ জাহানারা বেগমের উপর ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।

একই উপজেলার আবদুল গাফফার (৪২) মোস্তফাপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় একটি গাছের চাপায় মারা যান।

সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের ময়না বেগম (৪৭) বাড়ির আঙিনায় কাজ করার সময় একটি গাছ ভেঙ্গে পড়লে গাছের নিচে চাপা পড়ে তিনি মারা যান।

ফুলছড়ি উপজেলার কাতলামারি গ্রামের শিমুলি বেগম (২৬) বাড়ির উঠানে কাজ করার সময় একটি গাছের নিচে চাপা পড়ে সাথে সাথেই মারা যান তিনি।

গাইবান্ধা জেলার ত্রাণ কর্মকর্তা ইদ্রিশ আলী জানান, ঝড়ে গাইবান্ধা জেলার অসংখ্য কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিমাপ করা সম্ভব হয়নি।

Advertisement
Share.

Leave A Reply