fbpx

গাজীপুরে পৌঁছেছে এক লাখ ৮০ হাজার ডোজ টিকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের এক লাখ ৮০ হাজার ডোজ টিকা পৌঁছেছে গাজীপুরে।

২ জানুয়ারি মঙ্গলবার রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফ্রিজার ভ্যানে করে এসব টিকা গাজীপুরের ইপিআই স্টোরে নির্ধারিত তাপমাত্রায় রাখা হয়েছে। নির্দেশনা পাবার পর টিকা প্রদান কর্মসূচি শুরু করা হবে বলেও জানান জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

তিনি জানান, প্রাথমিকভাবে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কেন্দ্রে টিকা দেওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

এক লাখ ৮০ হাজার টিকার মধ্যে প্রায় ৫৭ হাজার গাজীপুর মহানগর, ৬৫ হাজার জেলার সদর, কালিয়াকৈর উপজেলার জন্য ১৭ হাজার, কালীগঞ্জ উপজেলার জন্য ৯ হাজার, কাপাসিয়া উপজেলার জন্য ১২ হাজার ও শ্রীপুর উপজেলার জন্য প্রায় ১৭ হাজার টিকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন।

উল্লেখ্য, সরকার তিনভাগে মোট পাঁচ ধাপে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে, এমনটাই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Advertisement
Share.

Leave A Reply