fbpx

গার্মেন্টস শ্রমিকদের জন্য ২১ কোটির তহবিল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রফতানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত ৩ হাজার ৪২৮ জন শ্রমিককে প্রায় ২১ কোটি ৬৫ লাখ টাকা সহায়তা দেয়া হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে শ্রমিকদের মৃত্যুজনিত, চিকিৎসা এবং তাদের সন্তানদের শিক্ষা সহায়তা হিসেবে এ অর্থ দেয়া হবে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় তহবিলের ১৮তম বোর্ড সভায় এ তহবিলের অনুমোদন দেয়া হয়।

অনুমোদনপ্রাপ্তদের মধ্যে ৭৩৬ শ্রমিককে মৃত্যুজনিত এবং পঙ্গুত্বের জন্য ১৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা দেয়া হবে, ২০৪০ শ্রমিককে চিকিৎসা সহায়তা দেয়া হবে ৫ কোটি টাকা ৬৮ লাখ ১৬ হাজার টাকা। এ ছাড়া শ্রমিকদের ৬৫২ মেধাবী সন্তানকে শিক্ষা সহায়তা হিসেবে এক কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা দেয়া হবে।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গঠিত কেন্দ্রীয় তহবিলে শতভাগ রফতানিপণ্যের মূল্যের দশমিক ০৩ শতাংশ অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি জমা হয়।

Advertisement
Share.

Leave A Reply