fbpx

গুম তদন্তে স্বাধীন মেকানিজম প্রতিষ্ঠার প্রস্তাব যুক্তিসঙ্গত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশে গুম বিষয়ে তদন্তের জন্য স্বাধীন বিশেষায়িত মেকানিজম প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। সম্প্রতি ঢাকা সফরের সময়ে তিনি এই প্রস্তাব দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথাও সরকারকে জানান। তবে বিভাগীয় তদন্ত গ্রহণযোগ্য ও যুক্তিসঙ্গত নয় বলে মনে করে সরকার।

মঙ্গলবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাচেলেটের ঢাকা ত্যাগের ১২ দিন পর তার সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘যদি বিভাগগুলোর মধ্যে মেকানিজম না-ই থাকতো, তাহলে র‌্যাবের চার শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত এক হাজারের বেশি পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই বিভাগের অন্য কাউকে দিয়ে তদন্ত করাটা গ্রহণযোগ্য হবে না, এটির কোনও যুক্তি আমি দেখি না।’

তিনি বলেন, ‘এর বাইরে যদি যান, আপনি কি ভাবছেন সুশীল সমাজকে দিয়ে তদন্ত করাবো? তাহলে তো তারা বলবে যে শাহরিয়ার আলমের নেতৃত্বে ওই খুনগুলো হয়েছে। তারা এ ধরনের রিপোর্ট লিখতে প্রস্তুত আছে।’

Advertisement
Share.

Leave A Reply