fbpx

ঘরে বসেই ‘গুণিন’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বড় পর্দার ভ্রমণ শেষে এবার অ্যাপসের দুনিয়ায় দেখা যাবে গিয়াস উদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র ‘গুণিন’।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ মার্চ রাত ৮টা থেকে দর্শক ঘরে বসেই চরকির পর্দায় উপভোগ করতে পারবেন ছবিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেয়া হয়ে এই সিনেমার গল্প। সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে রয়েছেন পরীমণি, রাজ, দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকেই।

ছবিটির গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

‘গুণিন’ সেন্সর পেয়েছিল ২০ ফেব্রুয়ারি। পরে ১১ মার্চ দেশজুড়ে ২০টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পায়।

Advertisement
Share.

Leave A Reply