fbpx

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভ্যাট ফাঁকির অভিযোগে গতকাল মঙ্গলবার ভ্যাট কমিশনের চালানো অভিযানের প্রতিবাদে চট্টগ্রামে সীতাকুন্ডের শিপ ইয়ার্ডের কার্যক্রম অনির্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করেছে জাহাজ ভাঙা শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

৯ নভেম্বর (মঙ্গলবার) ভ্যাট কমিশনের অভিযানের প্রেক্ষিতেই তাদের কারখানা বন্ধ ঘোষণা করে।

গতকাল দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত সীতাকুণ্ডের ভাটিয়ারিতে চারটি জাহাজভাঙা কারখানায় অভিযান চালায় ভ্যাট কমিশন। ভাটিয়ারি স্টিল শিপব্রেকিং ইয়ার্ড, প্রিমিয়ার ট্রেড করপোরেশন, মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ড ও এসএন করপোরেশন এই চার কারখনায় অভিযান চালানো হয়। কারখানাগুলো থেকে বেশ কিছু নথি ও সরঞ্জাম জব্দ করা হয়। আর এ কারণেই  অনির্দিষ্টকালের জণ্য জাহাজভাঙ্গা কারখানা জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সীতাকুণ্ডের ভাটিয়ারিতে প্রায় ১৫০টি জাহাজভাঙা কারখানা রয়েছে। এর সাথে জড়িত রয়েছে প্রায় ২০ হাজার শ্রমিক। কারখানা বন্ধ ঘোষণা হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকেরা।

তবে ভ্যাট ফাঁকির অভিযোগে জব্দকৃত কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের অতিরিক্ত কমিশনার হাসান মুহম্মদ তারেক।

Advertisement
Share.

Leave A Reply