fbpx

চবিতে পেছালো ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসের পরিস্থিতির কথা মাথায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চলমান পরিস্থিতি বিবেচনায় ডিনস কমিটির এক সভায় এবারের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার মোট আবেদন জমা পড়েছে এক লাখ ৮৩ হাজার ৮৭০টি। গতবার আবেদন জমা পড়েছিল এক লাখ ৬৬ হাজার ৮৭০টি। সে হিসেবে এবার আবেদন বেশি জমা পড়েছে ১৭ হাজার।

Advertisement
Share.

Leave A Reply