fbpx

চলচ্চিত্রে সরকারী অনুদান পাচ্ছেন যারা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতি বছরই সরকার নির্দিষ্ট কিছু সিনেমার জন্য অনুদান দিয়ে থাকেন। সে ধারাবাহিকতায় ২০২০-২০২১ অর্থবছরে মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি, শিশুতোষ দুইটি ও সাধারণ শাখায় ১৫টিসহ মোট ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার(১৫ জুন) প্রকাশিত তথ্য মন্ত্রণালয়েরর প্রজ্ঞাপনে এ বছর অনুদানপ্রাপ্ত ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

এ বছর সাধারণ শাখায় ‘জয় বাংলা’ নামে চলচ্চিত্রের জন্য অনুদান পাচ্ছেন প্রবীণ চিত্রপরিচালক কাজী হায়াৎ।

প্রযোজক হিসেবে অনুদান পেয়েছেন জয়া আহসান; তার ‘রইদ’ চলচ্চিত্র পরিচালনা করবেন নির্মাতা মেজবাউর রহমান সুমন।

চলচ্চিত্রে সরকারী অনুদান পাচ্ছেন যারা

অনুদানপ্রাপ্তদের লিস্ট। ছবি: বিবিএস বাংলা

‘পেন্সিলে আঁকা পরী’ চলচ্চিত্রের জন্য পরিচালক ও অন্যতম প্রযোজক হিসেবে অনুদান পেয়েছেন নির্মাতা অমিতাভ রেজা। ছবিটির প্রযোজনায় তার সঙ্গে রয়েছেন মাহজাবিন রেজা চৌধুরী, মো. আসাদুজ্জামান।

প্রযোজক খোরশেদ আলম খসরুর প্রযোজনায় ‘গলুই’ চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন নির্মাতা এস এ হক অলিক।

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র সাড়ে তিন হাত ভূমি’র অনুদান পেয়েছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। প্রযোজক ও পরিচালক হিসেবে ‘চাঁদের অমাবশ্যা’ চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন।

Advertisement
Share.

Leave A Reply