fbpx

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আজ (২ এপ্রিল)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বিএফডিসিতে।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে তিনটি প্যানেল। প্যানেলগুলো হচ্ছে সোহানুর রহমান সোহান-শাহীন সুমন, শাহ আলম কিরণ-সাফি উদ্দিন শাফি, কাজী হায়াৎ-এস এ হক অলিক। সভাপতি, মহাসচিবসহ কমিটির ১৯ পদের বিপরীতে তিনটি প্যানেল ও স্বতন্ত্র মিলে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। কমিশনারের দায়িত্ব পালন করছেন আ স ম শফিকুর রহমান ও বিএইচ নিশান। আর আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন দেওয়ান নজরুল।

নির্বাচনে মোট ভোটার ৩৬১ জন। গত ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নতুন নির্বাচন পিছিয়ে গিয়েছিল।

২০১৯ সালের ২৫ জানুয়ারি সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার সভাপতি আর বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হন।

Advertisement
Share.

Leave A Reply