fbpx

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি এবং মহাসচিব পদে নতুন মুখ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সোহানুর রহমান সোহান। মোট ১২৯ ভোট পেয়েছেন তিনি। সোহানের প্যানেল থেকেই মহাসচিব নির্বাচিত হয়েছেন নির্মাতা শাহীন সুমন। তিনি মোট ১৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক পেয়েছেন ৬৪ ভোট আর সাফিউদ্দিন সাফির বাক্সে জমা পড়েছে মাত্র ৩৫ ভোট।

অন্যদিকে, ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান হারিয়েছেন কাজী হায়াৎ ও শাহ আলম কিরণকে। কাজী হায়াৎ পেয়েছেন ৮০ ভোট এবং কিরণ পেয়েছেন ৫৫ ভোট। কবিরুল ইসলাম রানা সমিতির উপমহাসচিব নির্বাচিত হয়েছেন।

এছাড়াও, এই নির্বাচনে সহ-সভাপতি হিসেবে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ। অর্থ সচিব মো. সালাহউদ্দিন (১৭০), সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব (১২৪), আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পদে নোমান রবিন (১৫১), সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল (১৯৩) জয়লাভ করেন।

Advertisement
Share.

Leave A Reply