fbpx

চলচ্চিত্র সংগঠক সুশীল সূত্রধর মারা গেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলচ্চিত্র সংগঠক সুশীল সূত্রধর মারা গেছেন। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ তার মৃত্যুবর খবরটি নিশ্চিত করেছে।

সংগঠনটি জানায় ৩ জুন ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত কিছুদিন ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সুশীল সূত্রধর ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সহ-সভাপতি এবং চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদের (চিপাচস) সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সনাতন ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছিলেন। পরে তার নাম রাখা হয় আবু বক্কর।

আজ বাদ আছর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে মানিকগঞ্জে নিজ গ্রামে দাফন করার কথা রয়েছে।

সুশীল সূত্রধর বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের দীর্ঘদিনের একজন একনিষ্ঠ কর্মী এবং সংগঠক। পেশা জীবনে তিনি দীর্ঘদিন বিশ্বের প্রথম বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

Advertisement
Share.

Leave A Reply