fbpx

চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টানা চারঘণ্টা আন্দোলনে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকার পর নিজেদের সরিয়ে নিয়েছে আন্দোলনকারীরা। চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের কারণে সকাল থেকে ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলের অস্থায়ী শ্রমিকেরা রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেন। আজ রোববার আন্দোলনরত রেলশ্রমিকেরা সকাল ১০টার দিকে রেলপথ অবরোধ করেন। অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘রেলওয়ে পুলিশ তাদের ২টা ১৫ মিনিট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ঘটনাস্থল থেকে সরে যাওয়ার। সেই সময়ের মধ্যে তাঁরা রেললাইন না ছাড়ায় ন্যূনতম শক্তি প্রয়োগ করে তাঁদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ রেলওয়ে পুলিশকে সহযোগিতা করবে রেল চলাচল স্বাভাবিক রাখার জন্য।

Advertisement
Share.

Leave A Reply