fbpx

চার বিভাগে নামতে পারে বৃষ্টি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের চার বিভাগে বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দেয়। এছাড়া উত্তর আন্দামান সাগর ও দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ ছিল,সেটি দুর্বল হয়ে গেছে বলেও জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে পূর্ব–মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি উত্তর আন্দামান এলাকায় আছে। এটি আরও উত্তর–পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। এটি আরও দুর্বল হয়ে যেতে পারে।

ময়মনসিংহ, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, দেশের চার বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি।

শাহীনুল ইসলাম আরও বলেন, রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রাজধানীতে রাতে তাপমাত্রা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
Share.

Leave A Reply