fbpx

চার মাস পর সর্বনিম্ন মৃত্যু ২১ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে, যা চার মাসের মধ্যে সর্বনিম্ন। এদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ১৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪১৪ জন।

বিভাগ অনুযায়ী, একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, সিলেটে ৩ জন এবং রাজশাহী বিভাগে ২ জন মারা গেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

রবিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭৭৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৯৮০ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন।

এছাড়া করোনায় একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। করোনায় এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন  ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply