fbpx

চীনের টিকা পেতে দ্রুতই চুক্তি : স্বাস্থ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনের তৈরি করোনাভাইরাসের টিকা আমদানির জন্য দ্রুতই চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ১৫০ শয্যা অ্যাজমা সেন্টারে কোভিড ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা আমদানির বিষয়টি অনেকদূর এগিয়েছে। তাদের সঙ্গে চিঠিপত্র আদান-প্রদান করেছি। অল্পসময়ের মধ্যে আমরা সিনোফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারব বলে আশা করছি। রাশিয়ার সঙ্গেও টিকার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছি আমরা।‘

ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এর তিন কোটি ডোজ পাওয়ার  চুক্তি থাকলেও গত চার মাসে দুই চালানে মাত্র ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

ভারতের টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘ভারতের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে যেন আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাই। সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিচ্ছেন, বেক্সিমকো তাগিদ দিচ্ছে। আমাদের পক্ষ থেকেও যতটুকু তাগিদ দেওয়া সম্ভব আমরা দিচ্ছি।‘

বক্ষব্যাধি হাসপাতালে কোভিড ইউনিট বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা যেহেতু সংক্রামকব্যাধি হাসপাতাল। এখানে চিকিৎসার উন্নত যন্ত্রপাতি আছে। এই হাসপাতালে যারা আছেন, তারা প্রশিক্ষিত, সাহসী। তারা আরও ভালো সেবা দিতে পারবেন।‘

ভারতের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সবাইকে আবারো সতর্ক হবার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Advertisement
Share.

Leave A Reply